Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার 

যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর জেলা এবং উপজেলা কাযার্লয়ের মাধ্যমে নিম্নবর্ণিত সেবা সমূহ প্রদান করা হয় : 

01। প্রশিক্ষণ কর্মসূচী : (ক) প্রাতিষ্ঠানিক কোর্স :

ক্রমিক

নং

প্রশিক্ষণের বিষয়

কোর্সের ধরন

কোর্সের মেয়াদ

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তির সম্ভাব্য সময়

আবেদন পত্র জমা দানের তারিখ

আবেদন পত্র জমা দানের স্থান

ভর্তির জন্য সাক্ষৎকারের সম্ভব্য সময়

ভির্তর জন্য সাক্ষাৎকারের স্থান

প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান

প্রশিক্ষণ শুরু সম্ভাব্য তারিখ

কোর্স ফি অফেরত যোগ্য

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

আধুনিক অফিস ব্যবস্থাপনা এন্ড কম্পিউটার এ্যাপ্লিক্যাশন

অনাবাসিক

০৪(চার) মাস

৩০ জন

এইচ,এস,সি

বা

সমমান পাস

ফ্রেবুয়ারী, জুন ও অক্টোবর মাস

ফ্রেবুয়ারী, জুন ও অক্টোবর মাস

উপ-পরিচালকের কাযার্লয় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাযার্লয়

ফ্রেবুয়ারী, জুন ও অক্টোবর মাস

উপ-পরিচালকের কাযার্লয় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাযার্লয়

উপ-পরিচালকের কার্যালয়

মার্চ, জুলাই ও নভেম্বর মাস

৫০০/-

কম্পিউটার বেসিক কোর্স

৪০ জন

১০০০/-

ইলেকট্রনিক্স

৪০ জন

এস,এস,সি

৩০০/-

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

৪০ জন

৩০০/-

ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং

৪০ জন

ন্যূনতম ৮ম শ্রেনী পাস

৩০০/-

পোষাক তৈরী (শুধু মহিলাদের)

৪০ জন

ফেব্রুয়ারী, জুন ও অক্টোবর মাস

ফেব্রুয়ারী, জুন ও অক্টোবর মাস

ফেব্রুয়ারী, জুন ও অক্টোবর মাস

৫০/-

মৎস্যচাষ

০১(এক) মাস

২০ জন

প্রতিমাসে

প্রতিমাসে

প্রতিমাসে

প্রতিমাসে

৫০/-

গবাদিপশু, হাঁস-মুরগী, মৎস্যচাষওকৃষিবিষয়কপ্রশিক্ষণ

আবাসিক

২ মাস ১৫ দিন

৬০ জন

ডিসেম্বর, মার্চ, জুন ও সেপ্টেম্বর মাস

ডিসেম্বর, মার্চ, জুন ও সেপ্টেম্বর মাস

  উপজেলা যুব উন্নয়নের কাযার্লয়

ডিসেম্বর, মার্চ, জুন ও সেপ্টেম্বর মাস

  উপজেলা যুব উন্নয়নের কাযার্লয়

যুব প্রশিক্ষণ কেন্দ্র, উত্তম রংপুর

জানুয়ারী, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাস

প্রতি মাসে ১২০০/- করে ভাতা দেয়া হয়।

(খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স:

ক্রমিক নং

প্রশিক্ষণের বিষয়

কোর্সের ধরন

কোর্সের মেয়াদ

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তির সম্ভাব্য সময়

আবেদন পত্র জমা দানের তারিখ

আবেদন পত্র জমা দানের স্থান

ভর্তির জন্য স্বাক্ষাতকারের সম্ভাব্য সময়

ভর্তির জন্য স্বাক্ষাতকারের স্থান

প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান

প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখ

কোর্স ফি

চাহিদা অনুযায়ী ট্রেড সমূহ

অনাবাসিক

০৭-১৫ দিন

৪০জন

নূন্যতম ৮ম শ্রেনী পাস

প্রতি মাসে

প্রিতমাসের ৩০ তারিখ

উপজেলা যুব উন্নয়ন কর্মাকর্তার কাযার্লয়।

উপজেলা কযার্লায় কর্তৃক প্রদত্ত তারিখ

উপজেলা কযার্লয়

উপজেলা কযার্লায় কর্তৃক মনোনিত

উপজেলা কযার্লায় কর্তৃক নির্ধারিত

নাই

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০২। আত্মকর্মসংস্থান ও ঋন দান কর্মসূচী : প্রশিক্ষত যুব/যুবনারীদের আত্মকমর্সংস্থান প্রকল্প বাস্তবায়নের জন্য ঋন প্রদানের ব্যবস্থা রয়েছে উপজেলা কার্যালয়ে ।

(ক) যুব প্রশিক্ষণ ও আত্মকমর্সংস্থামূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানিক ট্রেডে  ১ম দফায় =১৫০০০০/- ২য় দয়ায় ২০০০০০/- এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ১ম দফায় ১০০০০০/- ২য় দফায় ১৫০০০০/- এবং উদ্যোক্তা ঋণ সর্বোচ্চ ৫,০০,০০০/- টাকা  উপজেলা কাযার্লয়ের ঋণ প্রদান করা হয়। ১) আত্নকর্মসংস্থান খাতে ৮০১ জনকে ২,৪২.৯৫,৫৫০/-টাকা  , ২) পরিবারভিত্তিকখাতে ২৮০ জনকে ৫৬,৪৯০০০/- টাকা  ৩) উত্তরবঙ্গ প্রকল্পে ২৩৮ জন কে  ৮০১০০০০/-টাকা  ঋণ প্রদান করা হয়েছে ।

প্রশিক্ষণ সংক্রান্ত :- ২০২৪ -২০২৫ অর্থবছরে অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ১৪টি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে । ১টি ব্যাচে পরিবারভিত্তিক কর্মসুচির আওতায় এবং জনসচেতন সংক্রান্ত ১টি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে ।  ১) আত্নকর্মসংস্থান খাতে ৩২৯৪ জন পুরুষ +৩০৭৬ জন যুবনারী মোট ৬৩৭০  জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে ।  ২) পরিবারভিত্তিকখাতে ১৭৬ পুরুষ + ৭২ জন যুবনারীকে  = ২৩৮  জন কে এবং ৩) উত্তরবঙ্গ প্রকল্পে  ৭৪২ জন পুরুষ +৬৮৩ জন যুবনারীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে ।

০৩। যুব সংগঠনের রেজিষ্ট্রেশন করন : সেচ্ছা সেবী যুব সংগঠনের নিয়ম নীতি অনুসারে দেশের উন্নয়ন কমর্কান্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোর লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকা ভুক্তি করা হয় এবং ভাল কাজের স্বীকৃতি স্বরুপ অনুদান প্রদান করা হয়।  এ পর্যন্ত  ১৯টি যুব সংগঠনকে রেজিষ্টে্শন  করা হয়েছে ।

০৪। জাতীয় যুব পুরুস্কার  : (১) যে সকল  প্রশিক্ষিত সফল যুব/যুবনারী  আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্ঠান্ত মূলক অবদান রাখতে সক্ষম হন তাদেরকে জাতীয় যুব পুরুস্কার প্রদান করা হয়।

        ১ম পুরুষ্কার ১৫০০০০/- ২য় পুরুষ্কার ১২৫০০০/-  ৩য় পুরুস্কার ১০০০০০/- এবং বিভাগীয় পর্যায়ে ৭৫০০০/- টাকা । এছাড়া ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয় ।  এই পুরুস্কারের ফলে যুবক ও                  যুবনারীগন যুব প্রশিক্ষণের  মাধ্যমে আত্নকমী তৈরীতে প্রস্তুত  করে  এলাকার বেকার যুব ও যুব নারীদের উদ্বদ্ধ করা হয় ।

০৫। স্বেচ্ছা সেবী যুব সংগঠন অনুদান : যুব সংগঠন কর্তৃক গৃহিত আয় বর্ধনমূলক প্রকল্প সম্পসারনের লক্ষ্যে যুব ও কল্যান তহবিল ও অনুন্নয়ন খাত থেকে অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে। (২) সফল যুব ও যুব সংগঠকদের কর্মে স্বীকৃতি হিসাবে কমন ওয়েলথ পুরুষ্কার, সার্ক ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান সহ যুব বিনিময় কর্মসূচীর আওতায় বিদেশ ভ্রমনের সুযোগ রয়েছে।

০৬। মানব সম্পদ উন্নয়ন কাযর্ক্রম : যুব সমাজের সামাজিক অর্থনৈতিক ও মানবিক গুনাবলির উন্নয়ন সাধনের লক্ষ্যে জাতীয় ও আঞ্চলিক পযার্য়ে উচ্চতর প্রশিক্ষণ সেমিনার কর্মশালা, সিম্পোজিয়াম, যুব সমাবেশ, প্রকাশনা ও প্রেষণা দানের ব্যবস্থা রয়েছে।

০৭। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে  নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় : যুব সংগঠনের মাধ্যমে এলাকার যুব ও যুব মহিলাদের গণ সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করেন। জাতীয় উন্নয়নে সাবির্ক কর্মকান্ডে যুব ও যুব নারীদের অংশ্গ্রহন নিশ্বিত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচেছ।